ষ্টাফ রিপোর্টার:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বসতঘরে ধর্ষণের শিকার হয়েছে এক দরিদ্র জেলের নয় বছর বয়সী মেয়ে। রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরএলাহী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের উড়িরচরের চর আমজাদ আদর্শ গ্রামেএ ঘটনা ঘটে।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনায় অভিযুক্ত ধর্ষককে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী। এর আগে, একই দিন সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করে স্থানীয়রা।
আটক জয়নাল উপজেলার চরএলাহী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের চর আমজাদ আদর্শ গ্রামের আবদুস সাত্তার খোকনের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি আরিফুর রহমান রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
ভুক্তভোগী শিশুর পরিবার জানান, রোববার দিবাগত রাতে নির্যাতিতা শিশুর মা-বাবা তার ছোট ভাইকে নিয়ে হাসপাতালে ছিলেন। এ সুযোগে ওই দিন রাত ৩টার দিকে একই এলাকার প্রতিবেশী ব্যবসায়ী জয়নাল ওই শিশুর মুখে কাপড় চাপা দিয়ে তাকে ধর্ষণ করে। পরে নির্যাতিতা শিশু এবং তার ছোট ভাই ঘটনাটি স্থানীয়দের জানালে এলাকাবাসী তাকে আটক করে।
ওসি আরিফুর রহমান আরো জানান, এ ঘটনায় নির্যাতিতা শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটক যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

Select Page