Select Page

আজ মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি সময়: সন্ধ্যা ৬:২৫

ফেসবুকের কল্যাণে ৪ বছর পর মাকে খুঁজে পেলেন সন্তানরা

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

অক্টো ১, ২০২০ | নোয়াখালী, সুবর্ণচর

ষ্টাফ রিপোর্টার:চার বছর আগে হারিয়ে যাওয়া মমতাময়ী মাকে খুঁজে পেয়েছেন সন্তানরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে সন্তানদের কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেন শেরপুরের বুদ্ধি প্রতিবন্ধী মা জুলেখা বেগম।

বুধবার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউপির সোলায়মান বাজারে বৃদ্ধা মাকে তার সন্তানদের হাতে হস্তান্তর করা হয়। বৃদ্ধা মাকে চার বছর পর খুঁজে পেয়ে এ সময় সন্তানদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় চনখোলা পুলিশ ক্যাম্পের আইসি মো. জাহাঙ্গীর আলম, বাজার কমিটির সাধারণ সম্পাদক কবির আহমদসহ স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

জুলেখার ছেলে রফিকুল ইসলাম বলেন, চার বছর আগে আমার মা হারিয়ে যায়। স্থানীয় সাংবাদিক ইউনুছ শিকদার তার ব্যক্তিগত ফেসবুকে আমার মায়ের কথা লিখলে, বিভিন্ন গ্রুপে তা ভাইরাল হয়। পোস্টটি শেরপুর এসপি ও সাংবাদিকদের নজরে এলে তারা খোঁজ নিয়ে দেখেন ওই নারী নকলা উপজেলার চর অষ্টধর ইউপির আদর্শ গ্রামের মোস্তাহারের হারিয়ে যাওয়া মা।

এ বিষয়ে শেরপুরের দেশবার্তার সাংবাদিক জুয়েল রানা একাধিক অনলাইনে নিউজটি প্রকাশ করেন। এভাবেই বৃদ্ধার সন্তানরা তাদের মায়ের খবর পান।

এর আগে বুদ্ধি প্রতিবন্ধী মা চার বছর আগে বাড়ি থেকে পথ হারিয়ে নোয়াখালীতে এসে পড়েন। পরবর্তীতে সুবর্ণচরের সোলায়মান বাজারে আশ্রয় নেন। সেখানে ময়না টেলিকমের মালিক মো. মজনুর তত্ত্বাবধানে ছিলেন তিনি।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০