ষ্টাফ রিপোর্টার: নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী (১৫) কে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ছাত্র আবদুর রহমান প্রান্ত (১৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার প্রান্ত বান্সা গ্রাম থেকে ওই মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করা হয়। প্রান্ত বান্সা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এ ব্যাপারে ওই ছাত্রীর বড় ভাইয়ের স্ত্রী আছিয়া আক্তার বাদী হয়ে আবদুর রহমান প্রান্তকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বাদী আছিয়া আক্তার জানায়, প্রবাসীর কন্যা ভিকটিমকে বিয়ের প্রলোভনে পার্শ্বের বাড়ির প্রান্ত একাধিকবার ধর্ষণ করে। শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে প্রান্ত ওই ছাত্রীর ঘরে ঢুকে পুনরায় তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রীর চিৎকারে বাড়ি ও আসে পাশের লোকজন এগিয়ে আসলে প্রান্ত দৌঁড়ে পালিয়ে যেতে চেষ্টা করে। উপস্থিত লোকজন প্রান্তকে আটক করে পুলিশে খবর দেয়। রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে প্রান্তকে গ্রেফতার করে।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page