স্টাফ রিপোর্টার :কচি মুখে আর বাবা-মাকে আর ডাকা হবে না। হাসিমাখা মুখটি নিয়ে আর মুখ লোকাবে না বাবা-মায়ের বুকে। খেলায় খেলায় চিরদিনের জন্য নিস্তব্ধ হয়ে গেল দুই বছরের শিশু মাহিরের হাসি-খুশি জীবন।
মর্মস্পর্শী এ ঘটনাটি ঘটেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে শিশু মাহিরের। মঙ্গলবার দুপর ২টার দিকে উপজেলার চরএলাহী ইউপির ১ নম্বর ওয়ার্ডের নারিকেল বেপারীর দোকান এলাকার নারিকেল বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে নারিকেল বেপারী বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে মাহমুবুর রহমান মাহির পুকুরে ডুবে মারা যায়। খেলাধুলা করার সময় মাহির পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জে থানার ওসি মো.আরিফুর রহমান জানান, পানিতে পড়ে শিশুর মৃত্যু সম্পর্কে নিহতের পরিবার পুলিশকে অবহিত করেনি। বিষয়টি পুলিশ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page