স্টাফ রিপোর্টার : নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাকির হোসেন (৫৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ জন ও মোট আক্রান্ত ৫০৫৩ জন।
মঙ্গলবার সকালে নিহত ব্যক্তিকে উপজেলার আজিজপুর গ্রামে সুরুজ মেস্ত্রী বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এরআগে সোমবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে জাকির হোসেনের মৃত্যু হয়।
মঙ্গলবার দুপুরে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, অসুস্থ অবস্থায় গত ১৫ অক্টোবর জাকির হোসেনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরে ১৬ অক্টোবর তার করোনা পজিটিভ এলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি পেশায় ঢাকার একটি ট্রাভেল এজেন্সিতে চাকুরি করতেন ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page