বার্তা প্রতিবেদক: মিয়ানমারে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা রাতের আঁধারে সামাজিক বনায়নের অংশীদারিত্বে সৃজিত ৭৫ হাজার বিভিন্ন প্রজাতির চারাগাছ কর্তন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বনবিটের আওতাধীন নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির-সংলগ্ন একটি পাহাড়ে এ ঘটনা ঘটে।
সামাজিক বনায়নের অংশীদার কমিটির সভাপতি নুরুল আমিন চৌধুরী বলেন, রোহিঙ্গারা চারাগাছ কর্তন করে বসতি স্থাপন করেছে। খবর পেয়ে বন বিভাগ, সিপিজি ও অংশীদারিত্বের সদস্যরা সেখানে গিয়ে দেখতে পান রোহিঙ্গারা সৃজিত সামাজিক বাগানের গাছগুলো কর্তন করে ঘর তৈরি করছে। এ সময় রোহিঙ্গাদের সরে যেতে বলা হলে তারা আমাদের ওপর ক্ষিপ্ত হয়। জনবল কম হওয়ায় বাধ্য হয়ে বন বিভাগের লোকসহ সিপিজি ও অংশীদার সদস্যরা ফিরে আসেন।
টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তাপস কুমার দেব বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে।