স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে ৮ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলো- ওই ইউপির ১ নম্বর ওয়ার্ডের হাফেজ মহিউদ্দিন (রহ.) তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদরাসার ছাত্র সিফাত ও হাসান।
শিশুটির বাবা জানান, ছেলেকে এক বছর আগে ওই মাদরাসায় ভর্তি করান তিনি। আবাসিক ছাত্র হিসেবে সেখানে পড়াশোনা করতো। গত শুক্রবার ছেলের সঙ্গে দেখা করতে গেলে সে বাবাকে বলে- আমাকে বাড়ি নিয়ে যাও, কথা আছে। বাড়িতে এসে শিশুটি জানায়, সিফাত ও হাসান দীর্ঘদিন ধরে তাকে বলাৎকার করছে। মাদরাসার বড় হুজুরকে বিষয়টি জানালে তিনি এ ঘটনা আর কাউকে না জানাতে হুমকি দেন। এমনকি বলাৎকারে সে অসুস্থ হলেও মাদরাসা কর্তৃপক্ষ কোনো ধরনের চিকিৎসার ব্যবস্থা করেনি।
রোববার সন্ধ্যায় মৌখিক অভিযোগের ভিত্তিতে দুই কিশোরকে আটক করে পুলিশ।
বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর বাবা মামলা করেছেন । দুই কিশোরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page