স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জের এখলাশপুর ইউনিয়নে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারনের ঘটনার মূলহোতা দেলোয়ায়কে হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড এবং ওই নারীকে নির্যাতন মামলার আসামি ইস্রাফিলকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাসফিকুল হক দুই আসামির বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করেন। এরআগে, সকালে দুই আসামীকে জেলা কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। পরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উপজেলার শরিফপুর ইউনিয়নে হাসান হত্যা মামলায় বেগমগঞ্জ থানা পুলিশ আদালতে দেলোয়ারের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
এছাড়া নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ইতোমধ্যে আদালতে আত্মসমার্পনকৃত ৪নং আসামি ইস্রাফলের ৭ দিনের রিমান্ড আবেদন করেন জেলা পিবিআই।
পরে আদালত শুনানী শেষে হাসান হত্যা মামলায় দেলোয়ারের ৩ দিন এবং নারী নির্যাতন মামলায় ইস্রাফিলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, বর্তমানে দেলোয়ার ৭টি মামলায় জেল হাজতে রয়েছে। এছাড়া নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ৩টি মামলায় মোট ১১ আসামি জেলা কারাগারে রয়েছে। এর মধ্যে ৮জন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

Select Page