স্টাফ রিপোর্টার: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ সাগর (৪০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে হাতিয়া কোস্টগার্ড।
শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলা জাহাজমারা ইউনিয়নের কাটাখাল এলাকা থেকে তাকে আটক করা হয়। সাগর উপজেলার ১ নম্বর হরনী ইউনিয়নের মজলিসপুর গ্রামের মো. হানিফের ছেলে।
কোস্টগার্ড সূত্র জানায়, মাদকবিক্রেতা সাগর দীর্ঘদিন থেকে হাতিয়ার বিভিন্ন জায়গায় অবস্থান করে ইয়াবা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় হাতিয়া কোস্টগার্ডের একটি দল। পরে জাহাজমারা ইউনিয়নের কাটাখাল এলাকা থেকে সাগরকে আটক করে তার শরীর তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা পাওয়া যায়।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া জানান, আইন অনুযায়ী সাগরকে জব্দ করা ইয়াবাসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করবে।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page