স্টাফ রিপোর্টার: নোয়াখালী জেলা শহরের সৌকিন কৃষক দীন মোহাম্মদের পতিত জমিতে চাষকৃত আমন ধানের বাম্পার ফলন হয়েছে।
রোববার সকালে শহরের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে ওই পতিত জমির ধান কাটা শুরু করেন কৃষক দীন মোহাম্মদ। ধান কাটার উদ্বোধন করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমাস খান। এসময় গ্রামের কৃষক, বেকার যুবক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
করোনাকালীন সময়ে ‘দেশের এক ইঞ্চি পতিত জমিও খালি থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা ঘরে বসে টেলিভিশনের পর্দায় শোনার পর নোয়াখালী জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের সৌখিন কৃষক দীন মোহাম্মদ নিজেই “পতিত জমিতে করবো চাষ, সুখে থাকবো বারো মাস” স্লোগান তৈরী করে শহরের বুকে তাঁর পতিত ৭০ শতাংশ পতিত জমিতে ব্রি-৫৪ ধান চাষ করেছেন। এরআগে ওই জমি ছিলো আগাছা আর বিভিন্ন ধরনের ঝোঁপে ভরা। ওই জমি পরিষ্কার করেন কৃষক দীন মোহাম্মদ ধানের পাশাপাশি সবজি ও বিভিন্ন জাতের ফলের গাছ লাগিয়েছেন।
মাত্র তিন মাসের মধ্যে এ কৃষি কাজে সফল হয়েছেন তিনি। শহরের উপর পতিত জমিতে অসময়ে ধানের ভালো ফলন দেখে চাষাবাদে উদ্বুদ্ধ হন অনেকে। বাড়ির আঙ্গিনায় বিষমুক্ত ফলন পেয়ে খুশি কৃষক পরিবার, স্বজন ও এলাকাবাসী।
কৃষক দীন মোহাম্মদের এমন সফলতায় গ্রামের বেকার যুবকরা উৎসাহিত হন তাদের পতিত জমিতে ফসল ফলানোর জন্য। রীতিমত দ্বীন মোহাম্মদ এখন গ্রামের বেকার যুবকদের আদর্শ হয়ে উঠেছেন।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page