Select Page

আজ বৃহস্পতিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: দুপুর ২:২৭

সূবর্ণচরে অস্ত্রসহ গ্রেফতার ২ জন কারাগারে

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

নভে ১৬, ২০২০ | নোয়াখালী, সুবর্ণচর

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সূবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে অস্ত্রসহ গ্রেফতার লক্ষ্মীপুরের শীর্ষ দুই সন্ত্রাসীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় তাদের কারাগারে পাঠোনো হয়।
গ্রেফতারকৃতরা হলেন-লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর গজারিয়া ইউনিয়নের নতুন বাজার চরআলগী এলাকার নূর ইসলাম মাঝির ছেলে শেখ ফরিদ ও একই উপজেলার চর পরগাছা ইউনিয়নের পূর্ব চর কলাখোপা গ্রামের আহমদ উল্যার ছেলে আইয়ুব নবী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে চরজুবলী ইউনিয়নের জিয়া উদ্দিন বাজার বেড়িবাঁধের রামগতি-সূবর্ণচর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় লক্ষ্মীপুর থেকে অস্ত্র বিক্রি করতে আসা শীর্ষ সন্ত্রাসী শেখ ফরিদ ও আইয়ুব নবীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে দু’টি এলজি ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, আইয়ুব নবী ও শেখ ফরিদের বিরুদ্ধে দস্যুতা ও অস্ত্র আইনসহ বিভিন্ন ঘটনায় হবিগঞ্জ সদর, রামগতি, হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০