স্টাফ রিপোর্টার: নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অভ্যান্তরে অবস্থিত ন্যায্য মূল্যের ঔষধের দোকান আল-আমিন ফার্মেসীতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বুধবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দোকানের এক কর্মচারী আহত হয়েছে। এটি দূর্ঘটনা নাকি নাশকতা সঠিক তথ্য জানা যায়নি। এতে প্রায় ৪ কোটি টাকার ঔষধপত্র ও সার্জিকেল সামগ্রী পুড়ে গেছে। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আল-আমিন ফার্মেসীর পরিচালক গোলাম মর্তূজা মুন্না কান্না জড়িত কন্ঠে জানান, আমার দীর্ঘদিনের পুঁজি সব শেষ হয়ে গেছে। অগ্নিকান্ডে যাবতীয় ঔষধপত্র ও সার্জিকেল সামগ্রীসহ প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জানান। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন জানান, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

Select Page