স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সোনাইমুড়ী থেকে এক গৃহবধূর ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (২১ নভেম্বর) রাত ১১ টায় উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি রফিক উল্ল্যার নতুন বাড়ি থেকে ওই গৃহবধূর এ লাশ উদ্ধার করা হয়। নিহত ডলি আক্তার রিতা (১৯) একই বাড়ির সাইফুল ইসলামের স্ত্রী।
জানা যায়, ৬ মাস পূর্বে উপজেলার আমকি গ্রামের রফিক উল্ল্যার ছেলে সাইফুল ইসলাম পার্শ্ববর্তী চাটখিল উপজেলার তালতলা জমাদার বাড়ির দিদার হোসেনের মেয়ে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। গতকাল শনিবার সন্ধ্যায় নিজ শয়নকক্ষে ঘরের আড়ার সাথে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার সাইফুল আলম। তবে ওই গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

Select Page