স্টাফ রিপোর্টার: নোয়াখালীর কোম্পানীগঞ্জে কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ ডিসেম্বর) বেলা ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এরআগে, সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কেন্দ্রীয় যুবলীগ জাতীয় কমিটির সদস্য নুরুল করিম জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল প্রমূখসহ উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতারা।