স্টাফ রিপোর্টার: চলতি সপ্তাহে নোয়াখালীতে বেড়েছে শীতের তীব্রতা। শীতে কাবু জেলার ছিন্নমূল ও দরিদ্র মানুষজন। এই শীতের মধ্যে উষ্ণ পরশ নিয়ে তাদের পাশে দাঁড়িছে উপজেলা প্রশাসন।
রোববার (২০ ডিসেম্বর) রাতে জেলা সদরের সোনাপুর রেলওয়ে স্টেশনে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দুস্থ, অসহায়, বৃদ্ধা, প্রতিবন্ধী, এতিম, ছিন্নমূল ও শীতার্ত মানুষকে কম্বলের উষ্ণ পরশে জড়িয়ে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।
তীব্র শীতের মধ্যে এবং ঘুম ঘুম শরীরে হঠাৎ প্রকৃত দুস্থ ও ছিন্নমূল মানুষগুলো কম্বলের উষ্ণ পরশ পেয়ে খুশি হন অসহায়রা। মন খুলে কথা বললেন তারা। কেউ কেউ তাৎক্ষণিক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের জন্য দোয়াও করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা বলেন, নোয়াখালী সদরের পথে-ঘাটে ঘুমন্ত বা শীতে কাঁপা বৃদ্ধ-বৃদ্ধাসহ সব বয়সীদের গায়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রমান্বয়ে গরম কাপড় পরিয়ে দেওয়া হবে।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page