‘বদলে ফেলুন জীবনের গতি’ এই মূলমন্ত্র নিয়ে সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের জন্য বিশেষায়িত মডেল ‘হোন্ডা ড্রিম ১১০’ নিয়ে এলো বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল)।
স্থানীয়ভাবে হোন্ডা দুই লাখ ইউনিট মোটরসাইকেল উৎপাদন অর্জনকে উদযাপনের দিনে বাংলাদেশের জন্য বিশেষভাবে নকশা করা পণ্যটি ‘ড্রিম ১১০ মডেল পরিচয় করিয়ে দিল জাপানি প্রতিষ্ঠানটি।
১১০ সিসি এর ড্রিম ১১০ এই মোটরসাইকেলটির মূল্য মাত্র ৮৯,৯০০/-
বুধবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর অথোরাইজড শোরুম হোন্ডা গ্যালারি তে ড্রিম ১১০ এর লঞ্চিং প্রোগ্রাম আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন হোন্ডা গ্যালারী এর সম্মানিত ডিলার জনাব লাবিব, চট্টগ্রাম জোনের রিজিওনাল ম্যানেজার জনাব সাইফুল ইসলাম, সম্মানিত ক্রেতাবৃন্দ, পার্শ্ববর্তী এলাকার সম্মানিত ডিলারগণ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।