Select Page

আজ শুক্রবার, ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি সময়: রাত ১১:৪২

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা রোধে আলোচনা সভা

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ডিসে ৩০, ২০২০ | নোয়াখালী, নোয়াখালী সদর

ষ্টাফ রিপোর্টার : দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৯ ডিসেম্বর) বেলা ১১টায় নোয়াখালী পৌরসভার উদ্যোগে জেলা শহর মাইজদীর বালুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল।

সমাবেশে পৌরসভার ৪টি ওয়ার্ডের সহস্রাধিক নারী ও বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি শহিদ উল্যাহ খান সোহেল ছাড়াও বক্তব্য রাখেন, সরকারের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার এসএম লিয়াকত, নোয়াখালী সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, ৬,৭,৮,৯নং ওয়ার্ডের কাউন্সিলরগন সহ আরো অনেকে প্রধান অতিথি শহিদ উল্যাহ খান বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নারীদেরকে আত্ম মর্যাদাসম্পন্ন এবং সাবলম্বি করে তুলছে। যখনই নারীরা আত্মসামাজিকভাবে উন্নত হবে তখনই তারা প্রতিবাদ করতে শিখবে, প্রতিরোধ গড়ে তুলবে। আর তখনই সমাজ থেকে নারী সহিংসতা দুর হবে। বর্তমান সরকারকে নারীর ক্ষমতায়নে বিশ্বাসী, নারীর প্রতি সহিংসতা রুখতে সরকার কঠোর বলেও জানান তিনি।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০