ষ্টাফ রিপোর্টার : শুক্রবার (১ জানুয়ারি) নোয়াখালী শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আয়কর আইনজীবী মরহুম লুৎফুর রহমান বি.কম এর ২০তম মৃত্যুবার্ষিকী।
মরহুম লুৎফুর রহমান ১৯৯২ সালের এ দিনে হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় ইন্তেকাল করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের নিজ বাড়ি উজ্জ্বলপুরস্থ বি.কম হাউজে শুক্রবার বাদ আছর মিলাদ মহফিলের আয়োজন করা হয়েছে।
মিলাদ মহফিলে শরিক হয়ে মরহুমের মাগফেরাত কামনায় আত্মীয়-স্বজন, শুভাকাঙ্গীদের উপস্থিত থাকতে অনুরোধ করেছেন মরহুমের জ্যৈষ্ঠ পুত্র একুশে টেলিভিশন ও আমাদের কন্ঠ পত্রিকার নোয়াখালী প্রতিনিধি জাহিদুর রহমান শামীম।
মরহুম লুৎফুর রহমান জীবদ্দশায় নোয়াখালী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, নোয়াখালী আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, সোনাপুর বাস মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।