Select Page

আজ বৃহস্পতিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: বিকাল ৩:৩৮

চৌমুহনী পৌরশহর নির্বাচনের প্রচার প্রচারণা সরগরম হয়ে উঠছে।

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

জানু ২৫, ২০২১ | নোয়াখালী, বেগমগঞ্জ

ষ্টাফ রিপোর্টার : জেলার প্রাচীনতম ১ম শ্রেণীর চৌমুহনী পৌরসভার নির্বাচন আসছে ৩০জানুয়ারি। গত ১২জানুয়ারি প্রতীক বরাদ্ধের পর থেকে প্রার্থীরা পুরো দমে প্রচার প্রচারণা শুরু করেছে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারণা চৌমুহনী পৌরশহর সরগরম হয়ে উঠছে। মার্কা সম্বলিত বিভিন্ন প্রার্থীর পোষ্টার ব্যানারে চেয়ে গেছে অলিগলি রাজপথ। কনকনে শতি উপেক্ষা করে নাওয়া খাওয়া ভুলে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে সেই ভোর থেকে রাত পর্যন্ত পাড়ায় পাড়ায় গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন । বর্তমানে চৌমুহনী পৌরসভায় ভোটের আমেজ রিরাজ করেছে। জেলার প্রধান বানিজ্যিক শহর নিয়ে চৌমুহনী পৌরসভা গঠিত। এ নির্বাচনে মেয়র পদে ৪জন,৯টি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ৩৬জন,ও সংরক্ষিত মহিলা আসনে পদে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে ত্রিমুখী হাড্ডাহাড্ডির সম্ভাবনা রয়েছে। ব্যালট পেপারে অনুষ্ঠিন হবে এ নির্বাচন। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন আশা করছেন চৌমুহনী পৌরবাসী।চৌমুহনী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকতার হোসেন ফয়সল (নৌকা) প্রার্থী, পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন (ধানের শীষ),স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম ও শিল্পপতি খালেদ সাইফুলাহ (এম.কম)( মোবাইল ফোন ) এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী মো. জাকের হোসেন (হাত পাখা) মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০