ষ্টাফ রিপোর্টারঃ তৃতীয় দফায় নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভায় নির্বাচন শুরু হয়েছে। সকাল থেকেই দুই পৌরসভার ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের সরব উপস্থিতি।
বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি ব্যাপকভাবে বেড়েছে। পুরুষের তুলনায় নারী ভোটার বেশি দেখা যাচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা।
চৌমুহনী পৌরসভায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন।
সকালে চৌমুহনী পৌরসভার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। তিনি বলেন, এখন পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। কেন্দ্রগুলোতে সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে। কোনো ধরনের অনিয়ম নেই।
ভোটগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আক্তার হোসেন ফয়সাল। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।