ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধ করা হয়েছে। এই মসজিদে থাকবে কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী পাঠাঘার, গবেষণা কেন্দ্র, শিশু শিক্ষা, অতিথি শালা, পর্যটকদের আবাসন সুবিধা, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ্জ যাত্রীদের প্রশিক্ষন, ইসলামী সাংস্কৃতি কেন্দ্র, ইমাম মোয়াজ্জিনদের আবাসন সুবিধা, মহিলা ও প্রতিবন্ধীদের পৃথক নামাজের ব্যবস্থাসহ সকল আধুনিক সুবিধা নিশ্চিত করা হয়েছে এই মডেল মসজিদে।
চার তলা বিশিষ্ট এই মসজিদ ভবনের নির্মান ব্যায় ধরা হয়েছে ১৩ কোটি ৫৮ লাখ টাকা। এই মসজিদটি নির্মাণ করা হচ্ছে হাতিয়া উপজেলা পরিষদ মসজিদের স্থলে।
শুক্রবার সকালে মসজিদের নির্মান কাজের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী।

Select Page