ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর কোম্পানীগঞ্জে করোনার প্রথম টিকা নিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তাকে টিকা দেয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত বুথে টিকা নেন মেয়র আব্দুল কাদের মির্জা। এরপর টিকা নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম বলেন, প্রথম ধাপে কোম্পানীগঞ্জে ৪ হাজার ১৯২টি টিকার ডোজ এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি বুথে এসব টিকা দেয়া হবে। এরই মধ্যে টিকা নেয়ার জন্য ২৩৮ জন রেজিস্ট্রেশন করেছেন।
Facebook Comments Box