সোনাইমুড়ী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে এস.এস.সি পরিক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ বিষয়ে কয়েকজন অভিভাবক প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে বিগত ১১ নভেম্বর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, উপজেলার ১নং জয়াগ ইউপির পলী মঙ্গল উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরিক্ষার ফরম পূরণে অভিভাবকদের কাছ থেকে ৬ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে ।
এছাড়াও সরকারী নিয়মের তোয়াক্কা না করে উপজেলার প্রায় সবকটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চিত্র একই রকম। বিভিন্ন বিষয়ে অকৃতকার্য দেখিয়ে প্রতি বিষয় বাবদ ৫শ থেকে এক হাজার টাকা পর্যন্ত এবং কোচিংয়ের অজুহাত দেখিয়ে আরও ১৫শ থেকে দুই হাজার টাকা পর্যন্ত আদায় করছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অভিভাবকরা জানান, উক্ত বিদ্যালয় কর্তৃপক্ষের দাবীকৃত এতটাকা দিতে না পেরে অনেক শিক্ষার্থী এস.এস.সি পরিক্ষার ফরম পূরণ করতে পারছে না। যার কারণে তাদের পড়া-লেখা অনিশ্চিত হয়ে পড়েছে।
অভিযোগকারী টিপু সুলতানের অভিযোগের প্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা হোসেন ঘটনার সত্যতা নিয়ে তদন্ত করছেন বলে সংশ্লিষ্ট অফিসার সূত্রে জানা যায়। এ বিষয়ে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল এ প্রতিবেদককে জানান, অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পেয়েছেন, তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে মাধ্যমিক শিক্ষা অফিসারকে, সত্যতা পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পলী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বক্তব্য নিলে তিনি জানান, আমি যাদের থেকে টাকা নিয়েছি তাদের প্রত্যেককে রশিদ সরবরাহ করেছি, এ বিষয়ে বিতর্কের কিছু নেই।