ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর চাটখিল পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোস্তফা কামালের ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার চাটখিল বাজারের তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে আটক করে।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মাহবুবুর রহমান জুয়েল (৩২) উপজেলার চাটখিল পৌরসভার ফতেহপুর গ্রামের বাসিন্দা এবং চাটখিল বাজারের একজন ব্যবসায়ী।
জুয়েলের বাবা বিএনপির মেয়র প্রার্থী মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, ‘আমাকে নির্বাচনে হারানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ছেলেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে। আমার ছেলের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। তার পরেও ডিবি তাকে আটক করেছে।’
ডিবি ওসি কর্মকর্তা হোসাইন জানান,জুয়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সেই আলোকে ডিবি পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page