ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলার দায়িত্ব পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআইয়ের কর্মকর্তারা।
বুধবার দুপুরে তদন্তদলটি চাপরাশিরহাট পূর্ব বাজারের ঘটনাস্থল ও নিহতের বাড়িতে যায়। এ সময় কর্মকর্তারা নিহতের পরিবারের সদস্য, স্থানীয় লোকজন ও সংঘর্ষের সময় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেছেন।
তদন্ত টিমের নেতৃত্ব দেন পিবিআই নোয়াখালীর এসপি মো. মিজানুর রহমান মুন্সি। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে, মঙ্গলবার রাতে মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়।
পিবিআইয়ের এসপি মিজানুর রহমান মুন্সি বলেন, ঘটনাস্থল থেকে তথ্য ও ফুটেজ নেয়া হয়েছে। আরো তথ্য সংগ্রহ করা হবে। আমরা এ মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের চেষ্টা করছি।
শুক্রবার উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও কয়েক রাউন্ড টিয়ারশেল ও শর্টগানের গুলি ছোড়ে। ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষের মুখে পড়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কিরসহ সাত-আটজন। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মুজাক্কির।
এ ঘটনায় গত মঙ্গলবার সকালে অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা নোয়াব আলী মাস্টার। ওইদিন রাতে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়।