Select Page

আজ শুক্রবার, ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি সময়: দুপুর ১:৫৬

সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী ২ মার্চ কলম বিরতি ঘোষণা

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাসহ সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী ২ মার্চ কলম বিরতি ঘোষণা করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
নোয়াখালীতে সাংবাদিক বোরহানের কবর জিয়ারত ও শোকাহত পরিবারকে সান্তনা শেষে শনিবার রাতে নোয়াখালী প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আহাম্মেদ আবু জাফরসহ সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতারা এই ঘোষণা দেন।
বিএমএসএফের সাধারণ সম্পাদক আবু জাফর জানান, আগামী ২ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলমবিরতি থাকবে। তিনি বলেন, দেশব্যাপী সকল জেলা-উপজেলায় এই কলমবিরতি পালনের জন্য বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকল সংগঠনসমূহকে আহ্বান জানান।
তিনি অভিযোগ করে বলেন, দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার হচ্ছে না। তাই সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন জরুরী হয়ে পড়েছে।
প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার সিকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএমএসএফের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুুবুল আম্বিয়া, জার্নালিস্ট সেল্টার হোমের আহবায়ক মিজানুর রহমান, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক জামাল হোসেন বিষাদ, যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ, আবু নাছের মঞ্জু, সাইফুল্লাহ কামরুল, লিয়াকত আলী, অহিদ উদ্দিন মুকুল, মীর মোশারফ হোসেন মিরন, আসাদুজ্জামান কাজল ও আকাশ মো. জসিম প্রমুখ।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০