ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১১৪ ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার রাজিবপুর গ্রামের ডাক্তার ইকবাল বাহার চৌধুরী বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক জেসমিন আক্তার ওই এলাকার আনোয়ারুল আজিজ শাকিলের স্ত্রী।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১১৪ ইয়াবা উদ্ধার করা হয়। আটক নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Facebook Comments Box