Select Page

আজ শুক্রবার, ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি সময়: দুপুর ২:২৮

কোম্পানীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ২৪৮ জনের বিরুদ্ধে মামলা

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া ও হামলার অভিযোগে ২৪৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার (১০ মার্চ) দুপুরে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ৯৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়াঅজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রনি এ তথ্য নিশ্চিত করে জানান, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের পর পুলিশ অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করে। তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বসুরহাট বঙ্গবন্ধু চত্বর ও পৌরসভা ভবন এলাকায় কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এ ঘটনায় আলাউদ্দিন নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পুলিশসহ নেতা-কর্মীরা আহত হন।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০