ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে মঙ্গলবার (৯ মার্চ) সংঘর্ষের ঘটনায় এবার বসুরহাট পৌর মেয়র কাদের মির্জাসহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন সংঘর্ষে নিহত আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন রাজু। ৪ নম্বর আমলী আদালতের বিচারক এসএম মোসলেহ উদ্দিন মিজান মামলাটি আমলে নিয়ে বিকেলে শুনানির সময় নির্ধারণ করেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী হারুনুর রশিদ হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ মামলায় কাদের মির্জাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় তার ভাই সাহাদাত হোসেন ও ছেলে মাশরুর কাদের তাসিক মির্জাসহ ১৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে বিকেলে শুনানির সময় নির্ধারণ করেছে আদালত।
এর আগে, মঙ্গলবার বিকেলে এক সভায় হামলার জেরে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ২৮ জনকে আটক ও ২৪৮ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ওই মামলায় কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।