ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। পাল্টাপাল্টি মামলায় এবার আসামি করা হয়েছে বসুরহাট পৌরসভা চত্বরে গুলিবিদ্ধ হয়ে নিহত সিএনজিচালক ও শ্রমিকলীগ নেতা মো. আলাউদ্দিনকে।
আলাউদ্দিনের মৃত্যুর ৬ দিন পর সোমবার (১৫ মার্চ) দুপুরে মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী সালাহ উদ্দিন পিটন বাদী হয়ে তাকে আসামি করে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতে এই মামলা দায়ের করেন। মামলায় আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেনকেও আসামি করা হয়েছে।
বিকেলে আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম মোছলে উদ্দিন মিজান মামলাটি গ্রহণ করে নোয়াখালী পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে ১০৫ জন সন্ত্রাসী বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সমর্থকদের ওপর হামলা চালায়। হামলাকারীরা কামাল পাটোয়ারীসহ বেশ কয়েকজনকে গুলি করে জখম করে। এ সময় মামলার ৩১ থেকে ৫৫ আসামীরা (৩২ নম্বর নিহত আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন ও ৩৬ নম্বর নিহত আলাউদ্দিন) গুলিবর্ষণ ও বোমা বিষ্ফোরণ ঘটিয়ে ভীতি সৃষ্টির মাধ্যমে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনায় গত ২০ ফেব্রুয়ারি কাদের মির্জার অনুসারী সালাউদ্দিন পিটন কোম্পানীগঞ্জ থানায় একটি এজাহার দিলে পুলিশ তা গ্রহণ করেনি। তাই সোমবার (১৫ মার্চ) পিটন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত নামা আরও ১০০-১৫০ জনকে আসামি করে মামলাটি করেন।
এ মামলায় কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর ভাগিনা মাহবুব রশিদ মঞ্জু, ফখরুল ইসলাম রাহাত, উপজেলা আওয়ানী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী ও নিহত আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেনকে আসামি করা হয়েছে।
গত ৯ মার্চ রাত সোয়া ৯টায় পৌরসভায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকরা হামলা ও গুলিবর্ষণ করে। ওই সময় পৌরভবন থেকেও ইটপাটকেল নিক্ষেপ ও গুলি ছোঁড়ার ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন মারা যায়।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page