ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর কবিরহাটে নিখোঁজের ১১ ঘণ্টা পর মোহাম্মদ হানিফ মিয়া নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধ চা দোকানির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার বাটইয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের ইসমাইল মিয়ার বাড়ির পাশের ধানক্ষেত থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হানিফ মিয়া বাটইয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের আবদুল আজিজের ছেলে এবং তিনি পূর্ব শ্রীনদ্দী গ্রামের কাগজির টেকের চা দোকানের ব্যবসা করতেন।
নিহতের ছেলে মহিন উদ্দিন জানান, তার বাবা বুধবার রাত ৭টার দিকে কাগজির টেক থেকে নতুন পুকুরের উদ্দেশ্যে যান। তার রাত ৯টায় বাড়িতে আসার কথা ছিলো। তিনি বাড়িতে না আসায় সারারাত খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে ইসমাইল মিয়ার বাড়ির পাশে জমিতে তার রক্তাক্ত মরদেহ দেখতে পাওয়া যায়। মরদেহের কানে কাটা জখম, ঘাড়ে ও নাকে ফুলা জখম রয়েছে।
কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page