ষ্টাফ রিপোর্টার : মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নোয়াখালী সদর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ্যাথলেটিকস্ ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপি জেলা সদরের আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকালে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলার নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।
এরআগে সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সজল রক্ষিত, অতিরিক্ত সাধারণ সম্পাদক রফিক উল্যাহ আখতার মিলন, ক্রীড়া সংস্থার কর্মকর্তা, নোয়াখালী সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন ।
দিনব্যাপি এ্যাথলেটিকস প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলাদের ১০০, ২০০, ৪০০, ৮০০ মিটার স্প্রিন্ট, ডিসকাস থ্রো, লং জাম্প, হাই জাম্প সহ ১০টি ইভেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাথলেটরা অংশগ্রহণ করেন।
পুরুষ ভলিবল প্রতিযোগিতায় চরমটুয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন এবং আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়। মেয়েদের ভলিবল প্রতিযোগিতা সোনাপুর কলেজ চ্যাম্পিয়ন এবং আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়।
নোয়াখালী।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page