ষ্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সোমবার (৫ এপ্রিল) থেকে সাতদিনের লকডাউন শুরু হয়েছে। লকডাউনের মধ্যেও সকাল থেকে নোয়াখালীর বিভিন্ন সড়কের মোড়েদেখা গেছে সিএনজি,অটোরিকসা,ও দোকানপাটে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে।
বিশেষ করে সোনাপুর জিরো পয়েন্ট ,দত্তেরহাট ,দত্তবাড়ীর মোড়,পৌর বাজার ও মাইজদীর প্রধান সড়কে।
করোনা পরিস্থিতিতে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা এবং জরুরি কাজ ছাড়া বের না হওয়ার সরকারি নির্দেশ থাকলেও তা মানচ্ছেন না সাধারণ মানুষ। স্বাভাবিক দিনের মতোই লোকজন দিব্যি আরামে ঘুরাফেরা করছেন। তাদের অনেকের মুখেই নেই মাস্ক। এছাড়া নিত্যপ্রয়োজনীয় বা অতি জরুরি নয়, এমন দোকানপাটও খোলা রয়েছে।
সিএনজি অটোরিকসা যাত্রী নেওয়া হচ্ছে সাভাবিক ভাবে ভাড়া ও দিতে হচ্ছে ভাড়তি
শহরের অবস্থা দেখে লকডাউন আছে কি না তা বোঝা যাচ্ছে না। লকডাউন কার্যকর করতে প্রয়োজনের তুলনায় আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের উপস্থিতি কম। তারা এসব ঘটনায় প্রশাসনের ঢিলেঢালা অবস্থানকে দায়ী করছেন।
এমতাবস্থায় লকডাউনে সড়ক ও বাজারে লোক সমাগত ঠেকাতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page