ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিষেধাজ্ঞা না মেনে সন্ধ্যার পর দোকান খোলা রাখায় ২৮ হাজার ২শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ইউএনও মো. জিয়াউল হক মীর।
তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিকেল ৫টার পর দোকান খোলা রাখায় উপজেলার বসুরহাট, কেটিএম হাট ও চৌধুরীহাট বাজারে অভিযান চালিয়ে ১৮টি মামলায় ২৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box