ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের মামলায় এক সাংবাদিক ও ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সিরাজ ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রাম, বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হাসপাতাল গেইট ও জামাইর টেকে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। শনিবার সকালে আটককৃত আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলো, দৈনিক আজকালের খবরের কোম্পানীগঞ্জ প্রতিনিধি হাসান ইমাম রাসেল (৪৩), সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ (২৭) ও বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অহিদ উল্যাহ চৌধুরী দিদার (৩৪)।
আটককৃত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা উপজেলা আওয়ামী লীগের (একাংশ) বাদলের অনুসারী।
স্থানীয় সূত্রে জানা গেছ, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের দায়েরকৃত মামলায় পুলিশ তাদের আটক করে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.আলমগীর হোসেন জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা পরে বলা যাবে।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page