Select Page

আজ মঙ্গলবার, ২৯শে নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৪ হিজরি সময়: বিকাল ৫:১৩

নোয়াখালীতে পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

এপ্রি ২১, ২০২১ | নোয়াখালী, নোয়াখালী সদর

ষ্টাফ রিপোর্টার : লকডাউনে কর্মহীন গণপরিবহন চালক ও শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেছে নোয়াখালী জেলা প্রশাসন।
বুধবার (২১ এপ্রিল) সকাল ১১টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে ত্রাণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
এসময় সামাজিক দূরত্ব মেনে ত্রাণ বিতরণ করা হয়।
উপহার সামগ্রী হিসেবে ছিল, ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ২ লিটার তেল।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে জেলা প্রশাসন কর্তৃক লকডাউনে কর্মহীন ২০০ জন গণপরিবহন চালক ও শ্রমিকদের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। প্রকৃত অসচ্ছল কর্মহীনদের মধ্যে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজিমুল হায়দার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০