ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের পলতি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম রনি (৪১) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) সকালে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেন।
মৃত রনি কুমিল্লা জেলার লালমাই থানার বাগমারা ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের আবুল হাশেমের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আবদুল বাতেন মৃধা জানান, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বৃহস্পতিবার রাতে ইটবাহী একটি ট্রাক নিয়ে মাদানি ভাটায় আসেন সাইফুল। ট্রাক প্যাকিং করার জন্য ভাটার এক পাশে রাখার চেষ্টা করেন। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে ট্রাকের ওপরের অংশ লেগে বিদ্যুতায়িত হয়ে যায় গাড়িটি। এতে রনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page