ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর হাতিয়ায় উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মেম্বার প্রার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় পালানোর সময় তিন ভাইসহ আটজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত তিন ভাই হলেন- সোনাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার মো. ফারুক, রাশেদ ও খোকন। শুক্রবার বিকেলে ভোলার মনপুরা থেকে তাদের আটক করা হয়।
হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, মনপুরায় বর্তমান মেম্বারসহ তিন ভাইকে আটক করা হয়েছে। এছাড়া হাতিয়া থেকে বিচ্ছিন্নভাবে আরো পাঁচজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ কিংবা মামলা না হওয়ায় তাদের সন্দেহভাজন হিসেবে আটক রাখা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার সকালে সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে সোনাদিয়া ইউনিয়নের মেম্বার প্রার্থী জোবায়ের হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি ওই ইউনিয়নের মধ্য চরচেঙ্গা গ্রামের আবু তাহেরের ছেলে।

Select Page