বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনোস্কো ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ ঘোষণা করায় ফেনীতে আনন্দ র্যালী করেছে জেলা আওয়ামলীগ। সোমবার বিকালে পৌর চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে সংরক্ষিত আসনের মহিলা এমপি জাহানারা বেগম সুরমা, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান বিকম, সহ-সভাপতি এড. হাফেজ আহমদ, প্রিয় রঞ্জণ দত্ত, মাষ্টার আলী হায়দার, যুগ্ন-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, দপ্তর সম্পাদক শহীদ খন্দকার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্যাহ বিকম, সাধারণ সম্পাদক এডভোকেট নুর হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জসহ আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ এর স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ৩০ সোমবার অক্টোবর ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা এক ঘোষণায় এ কথা জানান।