ষ্টাফ রিপোর্টার : ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে নোয়াখালীতে করোনা আক্রান্ত অসচ্ছল ব্যক্তিদের মাঝে আর্থিক প্রণোদনার চেক প্রদান করা হয়েছে। এই উপলক্ষে বুধবার দুপুরে নোয়াখালী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে করোনা আক্রান্ত অসচ্ছল নারী-পুরুষদের মাঝে প্রধান অতিথি হিসেবে চেক তুলে দেন জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খাঁন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান।
এছাড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা সুলতানা ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর আলম সিদ্দিকী রাজুসহ সাংবাদিক ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪২ জনসহ জেলায় ২৭০ জনকে মোট আট লক্ষ দশ হাজার টাকার প্রণোদনা দেওয়া হয়েছে।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page