Select Page

আজ মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি সময়: সন্ধ্যা ৭:০১

নোয়াখালীতে শিশু অপহরণের পর উদ্ধার, গ্রেফতার ২

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

মে ১৭, ২০২১ | নোয়াখালী, সোনাইমুড়ী

ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর এলাকা থেকে অপহরণের পর আড়াই মাস বয়সী শিশু নাজমুল হাসান মেজবাকে লক্ষ্মীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হচ্ছেন- লক্ষ্মীপুর জেলার মদিপুর গ্রামের জহির চৌধুরীর ছেলে মো. রাসেল (২৩) ও বাঞ্চানগর এলাকার আবুল কাশেমের ছেলে মাসুদ আদনান (২৪)।
সোমবার (১৭ মে) দুপুরে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে এতথ্য জানান,পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।
তিনি জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাসেল অম্বরনগর গ্রামে শিশু মেজবার বাড়ির সামনে আসে। এসময় পূর্বপরিচিত হওয়ায় সে শিশুটির জেঠাতো ভাই জহিরুল ইসলাম শামীমকে বলে অনেকদিন ধরে মেজবাকে দেখি না সম্ভব হলে তাকে একটু রাস্তায় নিয়ে আসতে। রাসেলের কথামত শামীমের মাধ্যমে শিশুটির বড় বোন অর্পি (১০) তাকে রাস্তায় নিয়ে আসে। রাসেল শিশুটিকে কোলে নিয়ে খাওয়ার জন্য কিছু কিনে দেবে বলে দোকানের দিকে নিয়ে যায়। এর পর অনেকক্ষণ পার হয়ে গেলেও রাসেল আর ফিরে আসেনি।
দুপুরের দিকে অপহরণকারী দলের অন্য সদস্যরা মেজবার মায়ের ব্যবহৃত মোবাইলে কল দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পুলিশ জানায়, পরবর্তীতে অপহৃত শিশুটির মা বিষয়টি সোনাইমুড়ী থানায় জানালে পুলিশ সুপারের নির্দেশে সোনাইমুড়ী থানার পরিদর্শক জিসান আহমেদের নেতৃত্বে লক্ষ্মীপুর জেলার বাঞ্চানগর গ্রামের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় পুলিশ।
একপর্যায়ে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বেড়িবাঁধের ওপর থাকা একটি ঝুপরি ঘর থেকে অপহৃত শিশুকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০