ষ্টাফ রিপোর্টার : প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে নোয়াখালীর সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের আয়োজনে ২০ মে বৃহস্পতিবার বেলা ১১টায় সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, ভোরের কাগজ সুবর্ণচর প্রতিনিধি লিটন চন্দ্র দাস, সাধারন সম্পাদক দৈনিক দিনকাল সবর্ণচর প্রতিনিধি আবুল বাসার, সময়ের কণ্ঠস্বর স্টাফ রিপোর্টার মোঃ ইমাম উদ্দিন সুমন, মুজাহিদুল ইসলাম সোহেল, সাংবাদিক আরিফ সবুজ, আব্দুল কাইয়্যূম, আব্দুল বারী বাবলু, কামাল উদ্দিন, ইউনুস শিকদার, মো. সানা উল্যাহ, নেয়ামত উল্যাহ তারিফ, ইব্রাহিম খলিল উল্যাহ, সামসুদ্দিন, আলী আক্কাসসহ সুবর্ণচরে কর্মরত প্রিন্ট, ইলেট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় সাংবাদিকরা প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের দৃষ্টান্ত শাস্তির জন্য জোর প্রতিবাদ জানান।