ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। গতকাল বুধবার রাত সোয়া ১০টার দিকে বসুরহাট বাজারের নুর ম্যানশন এলাকার একটি ওষুধের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
জখম হওয়া ওই দুই নেতা হলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক ওরফে কচি (৪২) ও চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন ওরফে লিটন (৪৩)। তাঁরা দুজনে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ভাগিনা মাহবুবুর রশিদ অভিযোগ করেন, গতকাল বিকেলে উপজেলার চরহাজারী ইউনিয়নের আবু মাঝিরহাট বাজারের কাছে একটি কর্মসূচি পালন শেষে জায়দল ও আনোয়ার বসুরহাটে আসেন। এ সময় পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তাঁদের ওপর হামলা চালায় একদল দূবৃত্ত। আহত অবস্থায় জায়দল ও আনোয়ারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক বলেন, রাজু নামের একজন গত মঙ্গলবার কারাগার থেকে জামিনে বের হন। গতকাল রাত সোয়া ১০টার দিকে রাজুর নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল ছাত্রলীগের সাবেক নেতা জায়দল হক ও আনোয়ারের ওপর হামলা চালায়। এ হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

Select Page