ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীতে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলমান লকডাউন আরো সাতদিন বাড়িয়েছে জেলা প্রশাসন। এ লকডাউন শুক্রবার মধ্যরাত থেকে ১৮ জুন মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, প্রথম ধাপে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে
সাতদিনের লকডাউন ঘোষণা করা হয়। এতে করোনাভাইরাসের প্রকোপ না কমায় লকডাউন আরো সাতদিন বাড়ানো হয়েছে। ১৮ জুন রাত ১২টা পর্যন্ত এ লকডাউন কার্যকর। একই সঙ্গে আগের সব বিধিনিষেধ বহাল থাকবে।
এর আগে, ৫ জুন সকাল ৬টা থেকে ১১ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।