ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের ওপর হামলা হয়েছে । এ সময় বাদলের সঙ্গে থাকা উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র হাসিবুল হোসেন আলালকেও জখম করা হয়।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সামনে বসুরহাট-দাগনভূঞা সড়কে শনিবার সকাল পৌনে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার উপস্থিতিতে তার অনুসারিরা এ হামলা চালিয়েছে অভিযোগ উঠেছে। কিন্তু এ ঘটনার দায় অস্বীকার করছেন কাদের মির্জা।
প্রত্যক্ষদর্শী কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (একাংশ) মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু বলেন, ‘শনিবার সকাল ৯টার দিকে মিজানুর রহমান বাদল তার ব্যক্তিগত গাড়িতে করে আওয়ামী লীগ নেতা আলালসহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের একটু সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা তার ৪০-৫০জন অনুসারীদের নিয়ে বাজার পরিদর্শন করে আসার পথে বাদলের গাড়ির মুখোমুখি হয়। এ সময় কাদের মির্জার নেতৃত্বে তার অনুসারী কেচ্ছা রাসেল, মাসুদ, শিহাব, সজল, আরিফ, ওয়াসিমসহ ৪০-৫০জন মিজানুর রহমান বাদলের গাড়ি থামিয়ে তার ওপর হামলা চালায়।’
মঞ্জু আরও বলেন, ‘হামলাকারীরা প্রথমে বাদলের গাড়ির পিছনে গুলি করে। পরে গাড়ি থামিয়ে ও তাকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। বাদলের হাত-মাথা, পা ও বুকে আঘাত করা হয়।’
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. জোবায়ের জানান, বাদলের বুক, হাত, পা, মাথায় আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসিবুল হোসেন আলালকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয় বলেও জানান এই চিকিৎসক।
এই হামলার সাথে নিজের এবং তার অনুসারীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন কাদের মির্জা। বলেন, ‘আমি সকালে বসুরহাট বাজারের সার্বিক পরিস্থিতি দেখতে যাই। এ সময় আমার সঙ্গে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষজন ছিল। পরিদর্শন শেষে আমি যথারীতি পৌরভবনে চলে আসি। কে বা কারা বাদলের ওপর হামলা করেছে, না কি এটা সাজানো নাটক তার কিছুই জানিনা।’
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page