ষ্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬টি ইউনিয়নে দ্বিতীয় দফায় নোয়াখালীতে কঠোর লকডাউন চলছে। প্রশাসনের তৎপরতায় গত কয়েকদিনের তুলনায় শহরের প্রধান সড়কে অভ্যন্তরিণ গাড়ী ও লোকজনের উপস্থিতি অনেকটা কমেছে।
শনিবার ভোর ৬টা থেকে দ্বিতীয় দফার লকডাউন শুরু হয়েছে। এ লকডাউন চলবে আগামী ১৮জুন রাত ১২টা পর্যন্ত। এরআগে গত ৫জুন থেকে ১১জুন পর্যন্ত ৭দিনের বিশেষ লকডাউন চলে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬টি ইউনিয়নে। ওই সাতদিনে ঢিলেঢালা লকডাউন চলায় সংক্রমণ আরও বেড়ে যায়। তাই গত বৃহস্পতিবার বিকেলে জেলার করোনায় নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির বৈঠকে আরও ৭দিন বাড়ানো হয় লকডাউন।
শনিবার সকালে জেলা শহর মাইজদী ঘুরে দেখা গেছে, গত কয়েকদিনের তুলনায় শহরের মূল সড়ক অনেকটা ফাঁকা রয়েছে। তবে শহরের বাইরে সড়কগুলোতে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। লকডাউনকৃত এলাকাগুলোর বিভিন্ন বাজারে দোকান-পাট খোলা রয়েছে। সকাল থেকে শহর থেকে দুরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। আজ রবিবার (১৩জুন) সকাল থেকে সিএনজি ও অটো রিক্সা কিছু সংখ্যক চলাচল করছে। ইসলামিয়া সড়ক ও বড় মসজিদ মোড়ে কিছু চলাচল ও কিছু দোকান পাট খোলা রয়েছে ।
এদিকে, মানুষেকে সচেতন করতে জেলা প্রশাসন ও নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে সচেতনতা মূলক মাইকিং করা হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে প্রশাসনের তৎপরতা দেখা গেছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশের চেক পোস্ট। লকডাউন এলাকাগুলোতে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page