ষ্টাফ রিপোর্টার : নোয়াখালী সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের রামচন্দ্র পুর গ্রামের অধিবাসী মো: রাজু আহমেদকে (২৫) পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীর হামলায় আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
আহত রাজু মা রাবেয়া আক্তার জানান ,আমার ছেলে আর এফ এল কোম্পানীতে কর্মরত অবস্থায় ঢাকা থাকে সে শনিবার (১২জুন) বাড়িতে আসে,শনিবার রাত আনুমানিক ১২.৩৮ মিনিটের সময় ৫০গজ দুরে অবস্থিত বাড়ির বাসিন্দা মো: মাসুদ তাকে ঘরের সামনে এসে ডাকে তারপর কথা আছে বলে তার ঘরের সামনে ডেকে নিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা রামদা বের করে তার মাথায় কোপ দেয়। ঘটনাস্থলে সে পড়ে যায় তারপর তাকে এলোপাতাড়ী মারধর করে পরে তাকে প্রতিবেশীরা আহত রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে।
আত্নীয়স্বজন ও এলাকাবাসী তাকে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসে,সে এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক ।
এলাকার মেম্বার মো: জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page