ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর সেনবাগে গাছের নিচে চাপা পড়ে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। নিহত মো. ইব্রাহীম ময়মনসিংহ জেলার ফলফুর উপজেলার বালিয়ারা গ্রামের মো.ইমান আলীর ছেলে।
সোমবার দুপুর ১টার দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পাইখাস্তা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম পেশায় একজন ট্রাক্টর চালক ছিলেন। দুপুরের দিকে নিজ গাড়িতে একা গাছ তুলতে গিয়ে তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইব্রাহিম দীর্ঘদিন থেকে সেনবাগ উপজেলা ডমুরুয়া ইউনিয়ন গাজীরহাট এলাকায় বসবাস করতেন।
সেনবাগ থানার ওসি মো.আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।