ষ্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশে ৭ দিনের কঠোর লকডাউন দেওয়া হয় পরে সংক্রমন বেড়ে যাওয়ায় আরো সাত দিন লকডাউন দেওয়া হয়।
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দ্বিতীয় দফার লকডাউন শুরু হয়েছে। এ লকডাউন চলবে আগামী ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত। এর আগে গত ১জুলাই থেকে ৭জুলাই পর্যন্ত ৭দিনের বিশেষ লকডাউন চলে নোয়াখালী জেলাসহ সারা বাংলাদেশ । ওই সাতদিনে লকডাউন নোযাখালীতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল কিন্তু দ্বিতীয় দফা লকডাউনে তেমন একটা তৎপরতা দেখা যায় নি।
দ্বিতীয় দফায় বৃহস্পতিবার সকালে জেলা শহর মাইজদী ঘুরে দেখা গেছে, গত কয়েকদিনের তুলনায় শহরের অটো রিক্সা সিএনজি মোটরসাইকেল অনান্য যানবাহন ও জনচলাচল বেশী এবং শহরের সড়কে বিভিন্ন দোকান-পাট খোলা ও সড়কের অলিগলিতে ছোট ছোট চা দোকেনে গাদাগাদি করে মানুষ বসে আছে।
এদিকে, মানুষেকে সচেতন করতে জেলা প্রশাসন ও নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে সচেতনতা মূলক মাইকিং করা হচ্ছে।এবং প্রধান সড়কে প্রশাসনের কয়েকটি গাড়ি টহল দিচ্ছে। তারপর ও থেমে নেই মানুষের চলাচল।

Select Page