ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর কবিরহাটে গরুর হাট বন্ধ করতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিচারিক আদালতের মাধ্যমে মঙ্গলবার বিকেল তিনটার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার ভোর রাতে কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের নিজ বাড়ি থেকে মো. দেলোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয়রা জানান, গত সোমবার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের চিরিংগা বাজারে লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে গরুর হাট বসানো হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস অভিযান চালান।স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে তার গাড়িতে হামলা চালায় ও গোবর ছুড়ে মারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার ও কবিরহাট থানা পুলিশ তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে।
তবে ইউএনও বলেন, ‘পশুর হাট বন্ধ করতে গিয়ে ম্যাজিস্ট্রেট হামলার শিকার হয়েছেন। তবে গাড়িতে গোবর নিক্ষেপের কথা আমার জানা নেই।’
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, সরকারি কাজে বাধা দেয়ায় ১৪ জনের নামে ও অজ্ঞাতপরিচয় ৯০ থেকে ৯৫ জনকে আসামি করে ম্যাজিস্ট্রেটের পেশকার দেলোয়ার হোসেন সোমবার রাতে মামলা করেন।
মামলার পর দেলোয়ারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Select Page